
টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চারজন ইতিমধ্যে মনোনয়ন পত্র পুরন করে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) আসনে ৭ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, ফকির মাহবুব আনাম স্বপন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মোঃ মোন্তাজ আলী, মোঃ আসাদুল ইসলাম, সাইদুল ইসলাম, আফিফ উদ্দিন আহমাদ এবং মুহাম্মদ ইলিয়াছ হোসেন। এদের মধ্যে দুইজন ইতিমধ্যে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনে ৫ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মোঃ আব্দুস সালাম পিন্টু, মোঃ হুমায়ুন কবির, শাকিল উজ্জামান, মোঃ আব্দুল খালেক মন্ডল এবং মোঃ হুমায়ুন কবির তালুকদার।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ৮ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, এস.এম. ওবায়দুল হক, মোঃ হোসেনী মোবারক, মোঃ শাহজাহান মিয়া, আইনিন নাহার, লুৎফর রহমান খান আজাদ, মোঃ মাইনুল ইসলাম, সাইফুল্লাহ হায়দার এবং মোঃ রেজাউল করিম। এদের মধ্যে ১ জন ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
টাঙ্গাইল- (কালিহাতী) ৪ আসনে মোট ৯ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, মোঃ লিয়াকত আলী, বেনজির আহমেদ, মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুল হালিম মিঞা, মোঃ শাহ আলম তালুকদার, মেহেদী হাসান, খন্দকার আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী এবং আলী আমজাদ হোসেন।
টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে মোট ১৪ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, সৈয়দ খালেক মোস্তফা, আহসান হাবীব, এ কে এম শফিকুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ ফরহাদ ইকবাল, সুলতান সালাউদ্দিন টুকু, মোঃ মাসুদুর রহমান, মোঃ মোজাম্মেল হক, খন্দকার জাকির হোসেন, মোঃ ফরহাদ আহম্মেদ ফারুক, হাসনাত আল আমীন, মোঃ শফিকুল ইসলাম, ফাতেমা আক্তার এবং হাসরত খান ভাসানী।